আসিফুজ্জামান পৃথিল: [২] লুসি নামের প্রোবটি বৃহস্পতির চারপাশে পাক খেতে থাকা দুই গ্রুপ গ্রহাণুর উপর গবেষণা চালাবে। এই গ্রুপদুটি গ্যাসীয় গ্রহটির আগেপিছে চলাচল করে। বিবিসি
[৩] নাসার বিজ্ঞানীরা বলছেন, এই বস্তুগুলো আমাদের সৌরজগত তৈরির সময় যে উপকরণ ব্যবহার হয়েছিলো তার উচ্ছিষ্ট। এগুলো ট্রোজান নামে পরিচিত। এগুলো হলো পারে সৃষ্টির একেবারে আদিম প্রমাণ। নাসা
[৪] ১২ বছর ধরে এই মিশনের পেছনে ৯৮১ মিলিয়ন ডলার ব্যয় করেছে নাসা।
[৫] লুসি নামটি নেওয়া হয়েছে, আফ্রিকায় পাওয়া একটি প্রাচীন এপের ফসিল নাম থেকে। লুসিকে মনে করা হয়, বিবর্তনের আগে মানুষের সবচেয়ে নিকট পূর্বপুরুষ।