শিরোনাম

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:০২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক শিক্ষিতদের’ কাছ থেকে অসাম্প্রদায়িক আচরণ আশা করা ভুল

স্বকৃত নোমান: জাতির মননের বিকাশ ঘটাতে না পারলে এভাবেই তারা ষড়যন্ত্রীর ফাঁদে পা দেবে, এভাবেই অসাম্প্রদায়িকতার বিষ ছড়াবে, এভাবেই ধ্বংসযজ্ঞে মেতে উঠবে। মননের উন্নতি না ঘটালে এভাবেই থ্রি-জি ফোর-জি বন্ধ করে রাখতে হবে। মননের বিকাশ কীভাবে ঘটবে? বিকাশ ঘটানোর জন্য বাতি জ্বেলে দিন। কী বাতি? পাঁচ হাজার ওয়াটের ইলেক্ট্রিক বাল্ব? জি না। পাঠাগার। প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার নির্মাণ করে দিন।

আর করে দিন শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা বহাল রেখে ‘শিক্ষিতদের’ কাছ থেকে অসা¤প্রদায়িক আচরণ আশা করা ভুল। সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম’ বাদ দিয়ে ৭২-এর সংবিধানে ফিরে যান। গাছ লাগাবেন তুলার, অথচ সেই গাছ থেকে আশা করবেন আম, এটা ভুল।

রাজনীতি ঠিক না হলে কোনো কিছুই ঠিক হবে না। রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমেই গড়ে উঠতে পারে উন্নত জাতি। নইলে সব প্রচেষ্টাই একদিন ব্যর্থতায় পর্যবসিত হবে। রাস্তাঘাটের এসব উন্নতি কেউ মনে রাখবে না। কারণ মনে রাখার মতো ‘মন’ তো কারো থাকবে না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়