শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী

রিংকু রায় ঃ ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ : মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব শুক্রবার মোহনগঞ্জ পৌর পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও একাত্তর টিভির নির্বাহী পরিচালক সাংবাদিক মোজাম্মেল বাবু।

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রকাশনা উৎসবে মূখ্য আলোচক হিসেবে জুমে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব ড. কামাল চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগ নেতা নূর খান মিঠু, সংরক্ষিত মহিলা আসনের (৩১৭ ঢাকা- ১৭) এমপি হাবিবা রহমান শেফালী, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক সাইফুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়