শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী

রিংকু রায় ঃ ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ : মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব শুক্রবার মোহনগঞ্জ পৌর পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও একাত্তর টিভির নির্বাহী পরিচালক সাংবাদিক মোজাম্মেল বাবু।

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রকাশনা উৎসবে মূখ্য আলোচক হিসেবে জুমে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব ড. কামাল চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগ নেতা নূর খান মিঠু, সংরক্ষিত মহিলা আসনের (৩১৭ ঢাকা- ১৭) এমপি হাবিবা রহমান শেফালী, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক সাইফুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়