ফাহাদ ইফতেখার: [২] বৈরুতে মারাত্মক লড়াইয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছে। বিবিসি
[৩] শহরের বন্দরে গত বছরের বিশাল বিস্ফোরণের তদন্তকারী বিচারকের বিরুদ্ধে শিয়া মুসলিম গোষ্ঠীর একটি বিক্ষোভের সময় গোলাগুলির ঘটনা ঘটে।
[৪] প্রতিবাদ সংগঠিত হিজবুল্লাহ বলেছে, ছাদে অবস্থানরত বন্দুকধারীরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়।
[৫] তারা একটি খ্রিস্টান উপদলকে দোষারোপ করেছে, যদিও গ্রুপটি এই অভিযোগ অস্বীকার করেছে।
[৬] ২০২০ সালের আগস্টে বন্দর বিস্ফোরণে ২১৯ জন নিহত হওয়ার তদন্তকে ঘিরে ব্যাপক উত্তেজনা চলছিলো।