শিরোনাম
◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব ◈ বাংলাদেশকে ২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত: ব্রিটিশ হাইকমিশনার ◈ নতুন এমপিও নীতিমালা প্রকাশ, এল বড় পরিবর্তন ◈ খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে, জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক চিকিৎসক ◈ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে : প্রধান উপদেষ্টা ◈ ধর্ম অবমাননার অভিযোগের শিশির মনিরের বিরুদ্ধে মামলা ◈ সোমবার থেকে ভোজ্যতেলের নতুন দাম: লিটারে কত বাড়ল? ◈ একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি ◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনদিন পর যানজটমুক্ত হচ্ছে সিরাজগঞ্জের মহাসড়ক

নিউজ ডেস্ক : টানা তিন দিন ভয়াবহ যানজটের পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং সিরাজগঞ্জের তিনটি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এতে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে আটকে থাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের ২২ জেলার হাজার হাজার পরিবহনের যাত্রীদের চরম ভোগান্তির অবসান হতে চলছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক সালেকুজ্জামান সালেক বলেন, নলকা সেতুর কাজ শেষ হয়েছে। এখন উভয় লেনে যানবাহন চলাচল করায় ধীরে ধীরে গাড়ির চাপ কমতে শুরু করেছে। তবে এখনো বেশকিছু স্থানে যানবাহনের ধীরগতি রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুর আড়াইটায় নলকা সেতুর সংস্কার কাজ শেষ হওয়ায় দুটি লেনই চালু হয়। এরপর থেকে যানজট কমতে শুরু করে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, এখনো মহাসড়কের গাড়িগুলো ধীরগতিতে চলছে। তবে কোথাও থেমে নেই। আশা করছি, এক ঘণ্টার মধ্যেই মহাসড়ক স্বাভাবিক হয়ে যাবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতুতে সংস্কার কাজ চলায় মঙ্গলবার সকাল থেকে যানজট শুরু হয়। রাতভর তীব্র যানজট ধীরে ধীরে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর থেকে শুরু করে হাটিকুমরুল গোলচত্বর, হাটিকুমরুল থেকে নাটোর রুটের নাঈমুড়ী ও হাটিকুমরুল থেকে বগুড়া সড়কের ভুইয়াগাঁতী পর্যন্ত ৪৫ কিলোমিটারে যানজট ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়