গোলাম মোর্তোজা : হঠাৎ বদলে গেলো, পাল্টে গেলো হাহাকারের আগে বহু পেছনে না ফিরে সাম্প্রতিক তিনটি বিষয় স্মরণের চেষ্টা করেন: [১] ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা-ভাঙচুর মামলার চার্জশিটভুক্ত তিন আসামি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
[২] চেষ্টা করে দেখেন পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণের বিষয়টি মনে করতে পারেন কিনা। [৩] তাকান প্রিয় রাজনৈতিক নেতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের কর্মকাণ্ড ও চেহারার দিকে।
এবার বিশ্লেষণ করেন কুমিল্লার ঘটনা। ‘বিচ্ছিন্ন’ দেশটা হঠাৎ করে ‘বদলে গেলো-পাল্টে গেলো’ মনে হয়? বিঃদ্রঃ ভোট ছাড়া নির্বাচনী ধারায় সংখ্যাগুরু-সংখ্যালঘু কারওই গুরুত্ব থাকে না। Golam Mortoya-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।