শিরোনাম
◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত ◈ গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতা, মবোক্রেসি বরদাশত নয়: সালাহউদ্দিন আহমদ ◈ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধ.র্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১১:০৪ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তসলিমা নাসরিন: আমার সম্পর্কে ইসলামী মৌলবাদি গোষ্ঠী যে ধরনের খবর ছাপায়, প্রথম আলো ঠিক সেরকম খবরই ছাপায়

তসলিমা নাসরিন: বাংলাদেশের প্রগতিশীল পত্রিকা প্রথম আলো। এই পত্রিকার মালিক সম্পাদক জামাতে বা হেফাজতে ইসলামের সদস্য নন। কিন্তু ইসলামী মৌলবাদি গোষ্ঠী যে ধরনের খবর ছাপায় আমার সম্পর্কে, প্রথম আলো ঠিক সেরকম খবরই ছাপায়। এর নতুন খবর হলো, তসলিমার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়েছে। মামলা যখন হয়েছে, তখন তো খবর করবেই, মানি। কিন্তু যখন পুরস্কার পাই, তখন খবর করে না কেন? লোকেরা তসলিমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, ঠ্যাং ভেংগে দিয়েছে, তসলিমা করোনায় আক্রান্ত, তসলিমা ডেংগুতে আক্রান্ত, তসলিমাকে ইংলিশ ক্রিকেটাররা চাবকেছে--- এইসব ছাপাবে।

কিন্তু ছাপাবে না তসলিমার কোনও লেখা, কাউকে জানাবে না তসলিমার বই প্রকাশ করেছে পেংগুইন, বা হারপার কলিন্স, তসলিমা ইউরোপিয়ান পার্লামেন্টে বক্তৃতা করেছে, তসলিমা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে চারবার ডক্টরেট পেয়েছে। তসলিমা হার্ভার্ড থেকে ফেলোশিপ করেছে--- এই খবর করবে? করবে না। তসলিমা নামটির সংগে তারা নেতিবাচক ছাড়া ইতিবাচক কিছু ছাপাবে না -- এই তাদের সিদ্ধান্ত। কোনওদিন প্রশ্ন করবে না তসলিমাকে কেন দেশে ফিরতে দেয় না সরকার, কেন তসলিমার বই নিষিদ্ধ করে সরকার, তসলিমার পাওয়ার অব এটর্নির কাগজ কেন সত্যায়িত করে না দূতাবাস, তসলিমা এ যাবত নারীর অধিকার, মানবতা এবং সমতার জন্য যা লিখেছে, সমাজ তার গুরুত্ব কবে বুঝবে?

প্রগতিশীলেরা যখন মৌলবাদি হয়ে ওঠে, এবং মৌলবাদিরা তথাকথিত প্রগতিশীল --- তখন সমাজ থেকে শুধু দুর্গন্ধ বেরোতে থাকে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়