শিরোনাম
◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় দেড় কোটি টাকার ভারতীয় শার্ট পিস, শাড়ী এবং ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

সুজন কৈরী: [২] লালমনিরহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস, শাড়ী এবং ফেন্সিডিলসহ একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

[৩] বৃহস্পতিবার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদ বলেন, বুধবার গোপন তথ্যে জানা যায়, কাভার্ড ভ্যানের মাধ্যমে কুড়িগ্রাম থেকে ঢাকায় অবৈধ ভারতীয় শাড়ি ও শার্ট পিস পাচার হবে। ওই সংবাদের ভিত্তিতে কুলাঘাট বিশেষ ক্যাম্প ও ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ দলের সমন্বয়ে একটি টহলদল তথ্য দাতার নির্দেশিত স্থানে অবস্থান নেয়।

[৪] এ সময় কুড়িগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যান আসতে দেখে ভ্যানটিকে থামানোর সংকেত দেয় বিজিবি’র সদস্যরা। কিন্তু বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি’র চালকের মাধ্যমে ভ্যান গাড়িটি ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। এরপর ভ্যানটি তল্লাশি করে ৪৮০পিস ভারতীয় কাতান শাড়ী, ১৬০পিস ভারতীয় সিল্ক শাড়ী, ৩ হাজার ২০০টি ভারতীয় শার্ট পিস, ১১৫০পিস নবরত্ন মিনি প্যাক, ৪২৮পিস ফেস ওয়াশ মিনি প্যাক, ২৫ বোতল হরলিক্স, ৫০০পিস কিটকাট চকলেট এবং৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ভ্যানটি জব্দ করা হয়।

[৫] জব্দ কাভার্ড ভ্যানসহ উদ্ধার মালামালের আনুমানিক বাজার মূল্য- ১ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৯৮৩ টাকা। এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে লালমনিরহাট সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। জব্দ ভ্যানসহ মালামাল স্থানীয় কাষ্টমস অফিস এবং মাদক থানায় জমা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়