সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিয়ান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোররাতে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এই অভিযান চালায় চালায় র্যাব-১০। আটকরা হলেন- হুজাইফা ওরফে ইজরা, ইসমাইল হোসেন ও আসিফ উল হাদী।
[৩] র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, আটকদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮০০টাকা জব্দ করা হয়েছে।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে জানা গেছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।