শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:২০ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী এক মাসের মধ্যে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু : জেলা প্রশাসক

রিয়াজুর রহমান : আগামী একমাসের মধ্যে কর্ণফুলী নদী ও উভয় তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ।

বুধবার (১৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক আলীউর রহমানকে এসব কথা জানান।

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কর্ণফুলীর অবৈধ স্থাপনা কখন উচ্ছেদ করা হবে শীর্ষক প্রশ্নের জবাববে এসময় জেলা প্রশাসক বলেন, পাহাড় পরিবেষ্টিত নদী বিধৌত চট্টগ্রাম বাংলাদেশের লাইফ লাইন খ্যাত। বাংলাদেশের অর্থনীতির সিংহভাগ চট্টগ্রামের মাধ্যমে পরিচালিত হয়। অর্থনীতি সঞ্চালিত হওয়ার আসল যে জায়গাটি সেটি হচ্ছে কর্ণফুলী নদী। কারণ চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। কিন্তু আমরা দেখছি কর্ণফুলী নদী এবং নদীর উভয় তীর দখল হয়ে গিয়েছে।

জেলা প্রশাসক বলে- স্বার্ধান্বেষি মহল নামে বেনামে দখল করে কর্ণফুলীর প্রবাহমান ধারাকে সংকুচিত করেছে। দেশের অর্থনীতির স্বার্থে এবং পরিবেশ রক্ষার স্বার্থে কর্ণফুলী নদীর তীরে আগেও অভিযান চালিয়েছি। কোভিডের কারণে জাতীয় ভাবে সকল উচ্ছেদ কার্যক্রম সাময়িক বন্ধ ছিল বিধায় আমাদেরও উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। এখন কোভিড যেহেতু নিয়ন্ত্রণে এসেছে। কর্ণফুলী নদীর তীরে বড় বড় স্থাপনা রয়েছে তাই যে সমস্ত সংস্থার সহযোগিতা নেয়া প্রয়োজন সে সকল সংস্থার সহযোগিতা নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

অতি দ্রুত বলতে কত দিনের মধ্যে এই প্রশ্নের জবাব জনাব মমিনুর রহমান বলেন, আগামি একমাসের মধ্যে আমরা সকল প্রস্তুতি নিয়ে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করবো।

নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে সাক্ষাতের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনি আক্তার, এনডিসি ও সিনিয়র সহকারী কমিশনার মো: তৌহিদুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়