শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ী‌তে ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের মহা-প‌রিচালক রামচন্দ্র দা‌সকে সংবর্ধণা

মোঃ ইউসুফ মিয়া : জেলার ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের সন্মা‌নিত মহা-প‌রিচালক রামচন্দ্র দা‌স রাজবাড়ীতে আগমন উপল‌ক্ষে সংবর্ধনা প্রদান ও স্বেচ্ছা‌সেবী ম‌হিলা স‌মি‌তি,‌কি‌শোর কি‌শোরী ক্লা‌বের সদস্য‌দের অংশগ্রহা‌নে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

আজ বুধবার বিকাল সা‌ড়ে ৪টায় জেলা শিল্পকলা একা‌ডে‌মি‌তে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের মহা-প‌রিচালক রামচন্দ্র দা‌স, জেলা প্রশাসক দিলসাদ বেগ‌মের সভাপ‌তি‌ত্বে জেলা ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের উপ- প‌রিচালক মোঃ আজমীর হো‌সেন বক্তব্য রা‌খেন,‌ জেলা নারী নির্যাতন প্র‌তি‌রোধ মা‌ল্টি‌সেক্টরাল প্রোগ্রাম অ‌ফিসার আমানউল্লাহ, আপর‌দি‌কে বিকাল সড়ে ৩টায় রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়নে শহ‌রের পান্নাচত্ত‌রে অব‌স্থিত নান্নু টাওয়া‌রের নিচতলায় সেলস ও ডিসপ্লে সেন্টার উন্নয়নের বইছে ধারা,আয়বর্ধক প্রশিক্ষণে নারীরা উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আই জি এ)প্রকল্পের আওতায় সেলস এন্ড ডিসপ্লে সেন্টার এর শুভ উদ্বোধন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে ফিতা কে‌টে শুভ উ‌দ্ধোধন ক‌রেন ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক রাম চন্দ্র দাস, মহিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের নারী উ‌দ্যোক্তা সভাপ‌তি,শেহনাজ ইসলাম জু‌লিয়া,প্রভাতী ম‌হিলা স‌মি‌তির সভাপ‌তি শা‌মিমা খাতুন ,পীড়তলা ম‌হিলা স‌মি‌তির মমতাজ বেগম,অপরুপা স‌মি‌তির সভাপ‌তি জা‌মিলা আক্তার সা‌থি,‌শিখা ম‌হিলা স‌মি‌তির সভাপ‌তি মেহের নিগার পা‌রভীন,নবরুপা স‌মি‌তির সভাপ‌তি ফারজানা আহ‌মেদ এষা, স্বপ্ননীড় স‌মি‌তির সভাপ‌তি সারওয়ার খান, এসময় উপ‌স্থিত ছি‌লেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়