সাকিবুল আলম: [২] আন্তর্জাতিক শক্তি সংস্থা জানিয়েছে, এক দশকের মধ্যেই নেট জিরো লক্ষ্যে পৌঁছাতে ৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন। দ্য গার্ডিয়ান
[৩] কোপ ২৬ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতারা জানিয়েছে, পরিবেশ বিপর্যয় রোধে চলমান গৃহীত পদক্ষেপগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারলে কার্বন নিঃসরণের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে কোনো বাধা থাকবে না।
[৪] আইইএ (আন্তর্জাতিক শক্তি সংস্থা) এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, করোনা মহামারির এ বিপর্যয় কাটিয়ে উঠে সারা বিশ্বকে বৃহৎ পরিসরে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাজ করে যেতে হবে। এজন্য বিশুদ্ধ জ্বালানিতে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
[৫] তিনি জলবায়ু চুক্তিভুক্ত দেশগুলোকে তাদের অঙ্গীকার পূরণের প্রতিও আহ্বান জানান।