শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৪:৪১ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হচ্ছে ট্য ট্যুরিস্ট বাস : কমবে ভোগান্তি

স্বপন দেব : [২] জেলা প্রশাসনের উদ্যোগে দেশি-বিদেশি পর্যটকদের দর্শণীয় স্থানগুলো ভ্রমণের সুবিধার জন্য প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ট্যুরিস্ট বাস’। এতে পর্যটকরা জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে এখন স্বাচ্ছন্দ্যে ও কম খরচে ভ্রমণ করতে পারবেন।

[৩] আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট বাস উদ্বোধনের কথা জানিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা। জেলা প্রশাসনের এধরনের উদ্যোগে দেশি-বিদেশি ভ্রমণপ্রেমীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

[৪] জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার কুলাউড়া, কমলগঞ্জ, বড়লেখা, ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, প্রাকৃতিক ঝরনা মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, শ্রীমঙ্গলে সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থান।

[৫] প্রতিদিন এসব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে দেশি-বিদেশি পর্যটকরা আসেন। কিন্তু দর্শণীয় স্থানে যাতায়াতের সঠিক ধারণা না থাকায় পর্যটকরা ২-৪টি দর্শনীয় স্থান দেখে ফিরে যান। আবার মাঝেমধ্যে পর্যটকরা বিড়ম্বনায় পড়েন। কম সময় ও কম খরচে এসব পর্যটন কেন্দ্র দর্শনের জন্য চালু হচ্ছে ‘ট্যুরিস্ট বাস’।

[৬] লাউয়াছড়া জাতীয় উদ্যানের ট্যুর গাইড সৈয়দ রিজভী বলেন, ট্যুরিস্ট বাস চালু হলে এ জেলায় দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে। জেলা প্রশাসন ব্যতিক্রমী ও আকর্ষণীয় উদ্যোগ নিয়েছে।

[৭] সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা সাংবাদিকদের বলেন, আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার সিলেটের বিভাগীয় কমিশনার ট্যুরিস্ট বাস আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

[৮] তিনি বলেন, ৪০ সিটের দুটি বাস দিয়ে দুই প্যাকেজে এই সার্ভিস চালু হচ্ছে।

[৯] প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার উদ্দেশ্যে। পথে পর্যটন এলাকাগুলোতে বাস থেমে পর্যটকদের সেই সব এলাকা ঘুরে দেখার সুযোগ করে দিবে।

[১০] আর দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে বড়লেখা থেকে শ্রীমঙ্গলে যাত্রা শুরু করবে। প্রতি যাত্রীর বাসভাড়া কত টাকা হবে, নাস্তা ও খাবারের ব্যবস্থা কি থাকবে সবকিছুই উদ্বোধনের পর জানিয়ে দেয়া হবে। সাথে থাকবে ট্যুর গাইড। যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বর থাকবে তা জানিয়ে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়