মাকসুদ রহমান: [২] জলবায়ু বিপর্যয় থেকে বিশ্বকে সুরক্ষিত রাখার লক্ষ্যে চলতি মাসের ৩১ তারিখ থেকে স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে ১৩ দিনের এক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের যোগদানের বিষয়ে এখনো কোন নিশ্চয়তা দেয়নি অস্ট্রেলিয়ার প্রশাসন। বিবিসি
[৩] জলবায়ু বিষয়ক সম্মেলনটির নাম দেয়া হয়েছে কপ-২৬। সম্মেলনে অংশগ্রহণ করবেন ২০০ টিরও বেশি দেশের প্রতিনিধি। বিবিসিকে দেয়া সাক্ষাতকারে প্রিন্স চার্লস বলেন, আমি বিশ্ব নেতাদের অনুরোধ করবো সম্মেলনে অংশ নিতে।
[৪] এই সম্মেলনের মাধ্যমে বিশ্ব পরিবেশ বিপর্যয় আবারো নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে দেশগুলো মনে করছে। সম্প্রতি এক দল বিশেষজ্ঞ জানিয়েছে, এই সম্মেলনকে কেন্দ্র করে দরিদ্র দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ইস্যুতে বিশ্ব নেতৃত্বে বিভক্তি চলে আসতে পারে। সম্পাদনা: সাকিবুল আলম