শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত, বাস আটক

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকার সেনা শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত জামেলা বেগমের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার চরমা গ্রামে। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকার এ্যাসটেক্র গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

[৪] হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সেনা শপিং কমপ্লেক্সের সামনে সড়ক পারাপারের সময় ঢাকাগামী ওসমান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় জামেলার। পরে হাইওয়ে থানা পুলিশ বাসটিকে ধাওয়া করে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে আটক করতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মরদেহ ও ঘাতক বাসটিকে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

[৫] সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত ওই নারীর কাছ থেকে পাওয়া একটি পরিচয়পত্রের মাধ্যমে তার গ্রামের বাড়ির ঠিকানা এবং তিনি একটি গার্মেন্টসের শ্রমিক ছিলেন বলে জানা গেছে। তবে তিনি এখানে কোথায় থাকতেন তা এখনো জানা যায়নি। একই সাথে তার পরিবারের লোকজনের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়