ফাহমিদুল কবীর: [২] তাইওয়ানের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের সামরিক বাহিনী মহড়া চালানোর তথ্য প্রকাশ করেছে। ইয়ন
[৩] পিএলএ দাবি করেছে, তারা দক্ষিন ফুজিয়ান প্রদেশে মহড়া চালিয়েছে। সামরিক মহড়ায় মাইন ইনঞ্জিানয়ার, সৈন্য এবং নৌকা অংশ নিয়েছিলো। কয়েক দফায় পরিচালিত হয়েছিল মহড়াটি।
[৪] গত সপ্তাহে চীনের যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করায় উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে দেশ দুটির মধ্যে। উত্তেজনাপূর্ণ অবস্থায় তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী গত সপ্তাহে ঘোষণা করেছিলেন, চীন আরো উত্তেজনা বাড়াতে পারে ও ২০২৫ সালের মধ্যে তাইওয়ানকে একীভূত করা হবে।
[৫] চীনের প্রধানমন্ত্রী শি জিন পিং বলেন, তাইওয়ানের স্বাধীনতাকামীরা চীন-তাইওয়ানের একত্রিকরণের পথে সবচেয়ে বড় বাধা। সম্পাদনা: সাকিবুল আলম।