শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত লামিচানে

স্পোর্টস ডেস্ক :[২] আইসিসির সেপ্টেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। এই দৌড়ে বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও যুক্তরাষ্ট্রের ব্যাটার জাসকারান মালহোত্রাকে পেছনে ফেলেছেন তিনি। আইসিসির ভোটিং অ্যাকাডেমি ও দর্শকদের ভোটে লামিচানেকে নির্বাচিত করা হয়েছে।

[৩]গত মাসেই আইসিসি বিশ্বকাপ লিগ-২ এ বল হাতে নজর কাড়েন এই নেপালি লেগি। ৬ ম্যাচ খেলে শিকার করেছিলেন ১৮ উইকেট। যার মধ্যে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১১ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছিলেন তিনি। যদিও তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের নাসুম আহমেদ। তবে নাসুমকে টেক্কা প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করেছেন তিনি।- আইসিসি

[৪]এদিকে গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন নাসুম আহমেদ। কিউইদের বিপক্ষে ৫ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। হয়েছিলেন সিরিজ সেরা খেলোয়াড়ও। যার ফলশ্রুতিতে এই নমিনেশন পেয়েছিলেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মালহোত্রা আইসিসি বিশ্বকাপ লিগ-২ এ ৬ ম্যাচ খেলে করেছিলেন ২৬১ রান। তিনিও পেয়েছিলেন নমিনেশন।- নট আউট

[৫]উল্লেখ্য,২০২১ সালের জানুয়ারি মাস থেকে এই পুরস্কার দেওয়া শুরু করেছে আইসিসি। সেই ধারাবাহিকতায় জানুয়ারিতে ঋষভ পান্থ , ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন, মার্চে ভুবনেশ্বর কুমার ও এপ্রিলে বাবর আজম সেরার স্বীকৃতি পেয়েছিলেন।

[৬] মে মাসের সেরা খেলোয়াড়ের পুরষ্কার উঠেছে বাংলাদেশের মুশফিকুর রহিমের হাতে। জুনের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। এছাড়া জুলাইয়ে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেয়েছিলেন সাকিব আল হাসান। আগস্টে ইংলিশ অধিনায়ক জো রুট এই স্বীকৃতি পান। - ক্রিকবাজ। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়