মারুফ হাসান: [২] দূরে মেঘালয়ের লালচে পাহাড়, ঝর্ণা আর পাখির কলকাকলিতে অপরূপ সৌন্দর্যের সমাহার মিলেমিশে টাঙ্গুয়ার হাওর।
[৩] প্রকৃতির এই সৌন্দর্যের সঙ্গে ৮ বছরের ২ শিশু জুনায়েদ ও তামিমের গান মুগ্ধ করছে ভ্রমণপিপাসুদের। ইতোমধ্যেই তাদের গাওয়া গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
[৪] জুনায়েদ ও তামিমের গাওয়া গান ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে। গান শুনে খুশি হয়ে অনেকেই তাদের টাকা দিয়ে থাকেন। আর সেই টাকা দিয়েই জুনায়েদ ও তামিম তাদের সংসার চালায়।
[৫] জুনায়েদ ও তামিম দুজনেই ভালোভাবে পড়ালেখা চালিয়ে যেতে চায় এবং তারা স্বচ্ছলভাবে চলতে চায়।