শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের তুরাগে ত্রিমুখী সংর্ঘষে ডুবলো সিমেন্ট ভর্তি বাল্কহেড

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার সাভার আমিনবাজার সংলগ্ন তুরাগ নদে তিনটি বাল্ক হেডের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিম এন্টারপ্রাইজ নামের একটি সিমেন্ট বোঝাই বাল্ক হেড ডুবে গেছে। রোববার বিকেলে আমিনবাজারে তুরাগ নদের গাবতলী ও দ্বীপনগর পাড়ের মাঝনদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি বাল্কহেড আটক করেছে আমিনবাজার নৌ-পুলিশ।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার নারায়নগঞ্জ থেকে আকিজ গ্রপের সিমেন্ট ভর্তি একটি বাল্ক হেড আমিনবাজার এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বালুবাহী বাল্ক হেডের সাথে সংঘর্ষ হয় । এসময় খালি আরেকটি বাল্ক হেডের সাথে ত্রিমুখি সংঘর্ষ হলে সিমেন্ট ভর্তি বাল্কহেডটি ডুবে যায়। পরে ঘটনাস্থলে এসে বালু বোঝাই ও খালি বাল্ক হেড দুটি আটক করে আমিন বাজার নৌ-পুলিশ ।

[৪] আমিনবাজার নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর শেখ বলেন, ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যায়। এ ঘটনায় দুটি বাল্কহেড আটক করা হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটে নি বলে জানান তিনি।

[৫] প্রসঙ্গত, গত শনিবার (০৯ অক্টোবর) ভোরে সাভারের আমিনবাজার তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় শনিবার ৪শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়