মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার সাভার আমিনবাজার সংলগ্ন তুরাগ নদে তিনটি বাল্ক হেডের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিম এন্টারপ্রাইজ নামের একটি সিমেন্ট বোঝাই বাল্ক হেড ডুবে গেছে। রোববার বিকেলে আমিনবাজারে তুরাগ নদের গাবতলী ও দ্বীপনগর পাড়ের মাঝনদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি বাল্কহেড আটক করেছে আমিনবাজার নৌ-পুলিশ।
[৩] প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার নারায়নগঞ্জ থেকে আকিজ গ্রপের সিমেন্ট ভর্তি একটি বাল্ক হেড আমিনবাজার এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বালুবাহী বাল্ক হেডের সাথে সংঘর্ষ হয় । এসময় খালি আরেকটি বাল্ক হেডের সাথে ত্রিমুখি সংঘর্ষ হলে সিমেন্ট ভর্তি বাল্কহেডটি ডুবে যায়। পরে ঘটনাস্থলে এসে বালু বোঝাই ও খালি বাল্ক হেড দুটি আটক করে আমিন বাজার নৌ-পুলিশ ।
[৪] আমিনবাজার নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর শেখ বলেন, ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যায়। এ ঘটনায় দুটি বাল্কহেড আটক করা হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটে নি বলে জানান তিনি।
[৫] প্রসঙ্গত, গত শনিবার (০৯ অক্টোবর) ভোরে সাভারের আমিনবাজার তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় শনিবার ৪শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।