নিজস্ব প্রতিবেদক : [২] টি- টেয়েন্টি ফরম্যাটটা এখনো সেভাবে আয়ত্তে আনতে পারেনি বাংলাদেশ দল। সম্প্রতি ২০ ওভারে টানা ৩টি সিরিজ জিতলেও বিশ্বকাপের পরিসংখ্যান টাইগারদের শুন্যের কোঠায়। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ বলছেন ক্রিকেট বোদ্ধারা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে।
[৩] রোববার (১০ অক্টোবর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে সুজন বললেন, আমার প্রত্যাশা সবসময় ভালো। আমি চিন্তা করি বাংলাদেশ নিজেদের সেরাটা খেলবে। আমি বলেছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে আমি বিশ্বাস করি।