শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: রাস্তায় হেঁটে যাওয়া মানুষের দিকে তাকালেমনে হয় একেকটা গল্প হেঁটে যাচ্ছে!

শওগাত আলী সাগর: এই শহরেরও অনেক গল্প আছে, সিটি মেয়র জন টরি যাকে বলছেন ‘endless supply of great stories’. চমৎকার সব গল্পের অন্তহীন সরবরাহ! অনুবাদটা ঠিকমতো হলো কী! ২০২১ সালের টরন্টো বুক এওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা অনুষ্ঠানে কথা বলছিলেন মেয়র টরি। কিম এসলিনের ‘স্পিক সাইলেন্স’ বইটি এবারের ’টরন্টো বুক এওয়ার্ড’ পেয়েছে। বসনিয়ার যুদ্ধে ধর্ষিতা হাজারো নারীর চাপা পড়ে থাকা গল্পটাকে জনসম্মুখে আনতে টরন্টোর এক সাংবাদিকের নিরন্তর লড়াই নিয়ে ‘স্পিক সাইলেন্স’-এর কাহিনির ডালপালার বিস্তার। বইটি নিয়ে আলাদাভাবে বলা যাবে, এই মুহূর্তে মাথায় ঘুরপাক খাচ্ছে শহর টরন্টোর অন্তহীন গল্পের বিষয়টি। শহর টরন্টো কী তাহলে গল্পেরও শহর! পুরস্কার গ্রহণ করে কিম এসলিনও বলছিলেন, এই শহরে আমরা একে অপরের গল্পগুলো জানার জন্য যুথবদ্ধ হই, গল্পগুলো রক্ষার জন্য যৌথভাবে কাজ করি এবং তাদের গল্পের জন্য, তাদের গল্পের নিরাপত্তা বেষ্টনী হই।

কিম এসলিনের কথা প্রবলভাবে নাড়া দেয়, তাইতো এই শহরে কতো গল্প, হাসি কান্না, আনন্দ বেদনা, সাফল্য ব্যর্থতার গল্প। বিশ্বের নানা দেশের গল্প এসে আশ্রয় নেয় শহর টরন্টোয়, তারপর সেখানে শুরু হয় নতুন গল্পের। আগের গল্প আর নতুন গল্প মিলে তৈরি করে ভিন্নতর গল্প। সেই গল্পের কতোটা আমরা খবর রাখি। নিজেদের গল্পেরই বা কতোটা খবর রাখি। রাস্তায় হেঁটে যাওয়া মানুষগুলোর দিকে তাকাতেই মনে হতে থাকে একেকটা গল্প হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে দ্রæত চলে যাওয়া গাড়িগুলোর দিকে তাকিয়ে মনে হতে থাকে একেকটা গল্প পাশ দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ মনে হয়, আমি নিজেও কী কোনো গল্প নই! শহর টরন্টোর endless supply of great stories-এর একটি নই!

  • সর্বশেষ
  • জনপ্রিয়