সুমাইয়া মিতু: [২] এর আগে বুধবার টেক্সাসের নিম্ন আদালত গর্ভপাতের সাংবিধানিক অধিকারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলো। সংবিধানপরিপন্থী এ গর্ভপাতবিরোধী আইনটি প্রযোজ্য হবে ছয় সপ্তাহ বয়সী গর্ভবতী নারীদের জন্যও। ৬ সপ্তাহ অথবা তার বেশি সময় এর গর্ভবতী নারীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য। বিবিসি
[৩]এ গর্ভপাতবিরোধী আইনটির কারণে নাগরিকদের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গর্ভপাতে নিষেধাজ্ঞাকে কেউ কেউ তাদের মৌলিক অধিকারে বাধাদান হিসেবে উল্লেখ করছে। কিছু নারী গর্র্ভপাতের জন্য অন্য দেশে চলে যাচ্ছে যেখানে এটি বৈধ। সম্পাদনা: সাকিবুল আলম