শিরোনাম
◈ রাজধানীর বাজারে কমেছে চালসহ তিন পণ্যের দাম, অস্বস্তি বাড়াচ্ছে সবজি ◈ সমালোচনামূলক কনটেন্ট সরাতে ছয় মাসে গুগলের কাছে অন্তর্বর্তী সরকারের ২৭৯ অনুরোধ ◈ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ দেড় দশকের গোপন ঋণ উদঘাটন: কেন হঠাৎ আকাশছোঁয়া খেলাপি? ◈ সাত দিনে সাত ভূমিকম্প: কাঁপছে দেশ, ভূগর্ভে কী সংকেত দিচ্ছে প্লেটগুলো? ◈ ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’ (ভিডিও) ◈ ডেঙ্গুর টিকা নিয়ে সু-খবর দিল ব্রাজিল  ◈ পাকিস্তানকে বিদায় ক‌রে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে শ্রীলঙ্কা ◈ ঢাকা শহরে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি! ◈ টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা শুরু শুক্রবার

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনের ব্যবধানে করোনাভাইরাসে মৃত্যু প্রায় তিন গুন, নতুন শনাক্ত ৪১৫ জন

শাহীন খন্দকার, জেরিন আহমেদ: [২] গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে। এর আগে ৮ অক্টোবর ভাইরাসটিতে দেশে সাতজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১৫ জনের। দৈনিক শনাক্তের হার দুই দশমিক ৪৫। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে। শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং অ্যান্টিজেনসহ ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দুই দশমিক ৪৫ শতাংশ।

[৪] এপর্যন্ত মোট ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

[৫] ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৮ জন। এ সময় ঢাকায় ৯, চট্টগ্রামে ৪, খুলনায়-বরিশালে একজন করে, রংপুরে তিন ও ময়মনসিংহে দুই জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

[৬]গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়