শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভারতীয় খেলোয়াড়ের (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসের খেলা দীপক চাহারের মনপুত না হলেও দিনটি অনেক গুরুত্বপূর্ণ তার জন্য। দলের ৬ উইকেটে হারের দিনেই যে গ্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভার বল করে ৪৮ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। সময়টিভি

বিয়ের প্রস্তাবে চাহারের বান্ধবী সায় দিয়েছেন। সেই মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মগুলোতে একপ্রকার ভাইরাল। যেখানে দেখা যায়, দলের জার্সি পরেই সোজা গ্যালারিতে উঠে যান চাহার। সেখানেই বান্ধবীকে প্রস্তাব দেওয়ার পর একে অপরের সঙ্গে আঙটিও বদল করেন তারা। যদিও এখনও চাহারের বান্ধবীর নাম সামনে আসেনি।

এদিন পাঞ্জাবের বিপক্ষে ৬ উইকেটে হারে চেন্নাই। হারলেও আগেই তাদের নক আউটে খেলার টিকেট নিশ্চিত হয়েছে। অন্যদিকে এ জয়ের পরও টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে পাঞ্জাব। নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়ার পর পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে পাঞ্জাব। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেও নকআউটে উঠার দৌড়ে কলকাতা নাইট রাইডার্স চতুর্থ স্থান ধরে রেখেছে।

চেন্নাইয়ের ১৩৪ রানের জবাবে মাত্র ১৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেছেন পাঞ্জাব অধিনায়ক রাহুল। ৪২ বলে অপরাজিত থাকার ইনিংসে তার ছিল ৭টি চারের মার। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট নেন শার্দুল ঠাকুর।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রান করে চেন্নাই। ম্যাচে প্রথম থেকেই ভালো খেলতে থাকে পাঞ্জাব। মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং বোলিং তোপে ৩২ রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় চেন্নাই। কিন্তু এক প্রান্ত এগিয়ে রেখে মাঠে জমাট বেধে খেলতে থাকেন ডু প্লেসিস। তার ৫৫ বলে ৭৬ রানের ইনিংসই চেন্নাইকে ১৩৪ রানের পুঁজি এনে দেয়। ষষ্ঠ উইকেট জুটিতে রবীন্দ্র জাদেজার সঙ্গে ৭.৩ ওভারে ৬৭ রান যোগ করেন ডু প্লেসি। যেখানে জাদেজার অবদান মাত্র ১৫ রান। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৮ চার ও ২ ছয়ের মারে ৫৫ বলে ৭৬ রান করেছেন ডু প্লেসি।

গাইকদ (১২), মইন আলী (০) এবং অধিনায়ক ধোনি (১২) ব্যর্থ হওয়ায় বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় চেন্নাই। শেষ দিকে জাদেজার ১৭ বলে ১৫ রান এবং ব্রাভোর ২ বলে ৪ রানের উপর ভর করে চেন্নাই এই সংগ্রহ পায়। পাঞ্জাবের লক্ষ ১৩৫ রান। পাঞ্জাবের হয়ে ক্রিস জর্ডান এবং আর্শদীপ সিং নেন ২ টি করে উইকেট। এছাড়াও রবি বিষ্ণুই এবং মোহাম্মদ শামি নেন একটি করে উইকেট।

ভিডিও দেখতে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়