সাকিবুল আলম:[২] ফেসবুক ব্যবহারকারীদের গোপন তথ্য, হ্যাকিং সংক্রান্ত একটি জনপ্রিয় ফোরামে বিক্রির চেষ্টা চলছে বলে গুরুতর অভিযোগ করা হয়েছে রোমানিয়া ভিত্তিক প্রতিষ্ঠান প্রাইভেসি অ্যাফেয়ার্সের প্রতিবেদনে। প্রাইভেসি অ্যাফেয়ার্স
[৩]সাইবার অপরাধী ও নীতিবর্জিত অনলাইন বিজ্ঞাপনদাতারা বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের লক্ষ্য করে ফাঁদ পেতে আসছে।
[৪]প্রাইভেসি অ্যাফেয়ার্সএর দাবি পুরোপুরি সঠিক হলে এটি হবে এ যাবতকালের অন্যতম বড় ফেসবুক ডেটা চুরির ঘটনা।
[৫]প্রতিবেদনটিতে আরো বলা হয়, ফেসবুক ব্যবহারকারীর নাম,ইউজার আইডি,ইমেইল অ্যাড্রেস,জেনডার, ফোন নাম্বার এবং ঠিকানার মতো অতি গোপনীয় তথ্যও চলে গেছে হ্যাকিং ফোরামের কাছে।
[৬]হ্যাকার গোষ্ঠী বলেছে, চার বছর ধরে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এ হ্যাকিংকাণ্ডের সঙ্গে গত সোমবারের বিশ্বব্যাপী ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম বন্ধের কোনো সম্পর্ক নেই।