শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ১২:০৮ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় বিদুৎতায়িত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

আশিক: [২] চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিদুৎতায়িত হয়ে মো, নাজির হোসেন (৩৭) নামে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে।

[৩] বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে নিজ বাড়ি উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলত তালুকদার বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

[৪] নিহত মো, নাজির হোসেন ওই গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। তিনি রাউজান ইমাম গাজ্জালী কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া কলেজের অধ্যাপনার পাশাপাশি ব্যবসা- বাণিজ্যও করতেন তিনি।

[৫] পারিবারিক সুত্রে জানা যায়, তাঁর বাড়িতে চাদের কাজ চলেছিলো। আজ কলেজ বন্ধ থাকায় সকাল ১১ টার দিকে চাদের কাজ দেখতে যান তিনি। চাদের উপরে গেলে ১১ হাজার ভোল্টেজ তারের সাথে বিদুৎতায়িত হয়ে এতে তাঁর মৃত্যু হয়। অনেক খুঁজাখুঁজি করে খোঁজ না পেলে বিকাল ৫ টার দিকে তাঁর বড় ভাই মো, জিয়া চাদে উঠলে দেখে মো, নাজির হোসেনের মৃতদেহ ঝুলে আছে। নিহত মো, নাজির হোসেনের মৃত্যুতে দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে ছাত্র, সামাজিক, রাজনৈতিক এবং চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ বছরের এক শিশু সন্তানসহ ১ ভাই ও ২ বোন রেখে যান।

[৬] নিহত শিক্ষকের বন্ধু মো, আজিজ জানান, মো, নাজির হোসেন বেশ মেধাবী ছিলেন। ছাত্রাবস্থায় যেদিকে গিয়েছিলেন সেদিকে মেধার সাক্ষর রেখেছিলেন। অত্যন্ত ভদ্র ও নম্র একজন বন্ধুর এমন অকালে মৃত্যু মেনে নেয়া যায় না। সামনে ১২ রবিউল আউয়াল জশনে জুলুশ ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) এর তিনচৌদিয়া গাউছিয়া কমিটির আহ্বায়কও ছিলেন। তাঁর শূন্যতা পূরণ হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়