শিরোনাম
◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ◈ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ ◈ বাংলাদেশ লাগোয়া পুরানো ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শিল্পের পরিবেশবান্ধব টেকসই বিকাশ হচ্ছে: বিজিএমইএ সভাপতি

শরীফ শাওন: [২] টেকসই উন্নয়ন বাংলাদেশের পোশাক শিল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন ‘বিজিএমএ’র সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, যখন শিল্পটি বিকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করছে এবং আবার একই সঙ্গে পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করছে।

[৩] মঙ্গলবার বিজিএমইএ এর সহযোগিতায় ট্রেড কাউন্সিল অব ডেনমার্ক-বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘সবুজ রূপান্তরের ভবিষ্যতে মনোনিবেশ করুন’ শিল্প প্রক্রিয়াসমূহের জন্য সবুজ প্রযুক্তি এবং টেকসই ভবন শীর্ষক ওয়েবিনারে অংশগ্রহনকালে তিনি একথা বলেন।

[৪] বিজিএমইএ সভাপতি বলেন, বিশ্ববাজারে আমাদের শিল্পকে প্রতিযোগিতামূলক রাখার জন্য উন্নত টেকসই প্রযুক্তি এবং উদ্যোগের কোন বিকল্প নেই। প্রযুক্তি যেমন উন্নত এলইডি ল্যাম্প, ডাইরেক্ট ড্রাইভ এক্সস্ট ফ্যান, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, সৌর বিদ্যুৎ, লো লিকোর ডাইং মেশিন, সার্কুলার টেকনোলজী, ওয়াটার ট্রিটমেন্ট এবং রিসাইক্লিং, কমপ্রেসড এয়ার সিস্টিম, অটোমেশন ইত্যাদির মাধ্যমে শিল্পে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং কার্বন ফুটপ্রিন্ট কমানোর প্রচুর সুযোগ রয়েছে।

[৫] ফারুক হাসান জানান, আমাদের ইউএস গ্রীণ বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) কর্তৃক সার্টিফায়েড ১৪৮টি লীড গ্রীন কারখানা রয়েছে, যার মধ্যে ৪৪টি প্লাটিনাম রেটেড এবং ৯১টি গোল্ড রেটেড। তাছাড়া বিশ্বের শীর্ষ ১০০টি গ্রীন কারখানার মধ্যে ৪০টি কারখানারই অবস্থান বাংলাদেশে এবং ৫০০ কারখানার সনদ পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

[৬] ওয়েবিনারের উদ্দেশ্য ছিলো বাংলাদেশে গ্রীন বিল্ডিং এবং ইন্ডাষ্ট্রিয়াল প্রসেসের জন্য ডেনমার্কের প্রযুক্তিগত সমাধান (টেকনিক্যাল সল্যুশন) বিষয়ে সচেতনতা বৃদ্ধি। টেকসই ভবন, গ্রীন বিল্ডিং সার্টিফিকেশন এবং গ্রীন অর্থায়নের বিষয়গুলো ওয়েবিনারে আলোচনা করা হয়েছিলো। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

[৭] বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের (এসএফডি) মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত, আইএফসির প্রোগ্রাম ম্যানেজার নিশাত শহীদ চৌধুরী, ইউএসজিবিসি অনুষদের আঞ্চলিক প্রধান শান্তনু দত্ত গুপ্ত, এবং ডেনিশ দূতাবাসের ফিন্যান্সিয়াল সেক্টর কাউন্সেলর কিম ওয়াগ ওয়েনকউফ কুক এবং ডেনিশ কোম্পানিগুলোর প্রতিনিধিগন ওয়েবিনারে অংশগ্রহন করেন। ডেনিশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর আলি মুশতাক বাট ওয়েবিনারটি সঞ্চালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়