আসিফুজ্জামান পৃথিল: [২] জার্মান বিজ্ঞানী লিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট ও স্কটরল্যান্ডে জনম্ নেওয়া ম্যাকমিলান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন।
[৩] মলিকিউল তৈরির নতুন পদ্ধতি অ্যাসেমেট্রিক অরাগনোক্যাটালাইসিস উদ্ভাবন করে তারা এই সম্মান পেলেন।
[৪] রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বুধবার এই পুরস্কার ঘোষণা করে।
[৫] দুজনে একই বিষয়ে কাজ করলেও কখনো একসঙ্গে করেননি। তবে আলাদা কাজ করলেও একসঙ্গে নোবেল পাওয়ার ঘটনা বিরল কিছু নয়।
[৬] পুরস্কার হিসেবে দুজনে একটি স্বর্ণপদক ও ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।