শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাওরের দুই উপজেলায় হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

রিংকু রায় :[২] উত্তর-পূর্ব হাওরাঞ্চলের দুই উপজেলায় হচ্ছে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। নেত্রকোণার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি ইনস্টিটিউট স্থাপনে ৩শ ৫৬ কোটি ৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

[৩] চলতি বছরের জুলাই থেকে শুরু হয়ে আগামী জুন ২০২৬ ইং সনে প্রকল্পের কাজ শেষ হবে। জিওবি’র অর্থায়নে ওই দুটি প্রকল্প নেত্রকোণার মোহনগঞ্জে ১৪ দশমকি ৯৫ একর ও সুনামগঞ্জ জগন্নাথপুরে ১৫ দশমিক ০৫ একর ভূমি অধিগ্রহণ করা হবে। জানা গেছে, ২০১৯ সালের ১৫ মার্চ মোহনগঞ্জের আদর্শনগরে অনুষ্ঠিত এক সভায় পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান হাওরের কৃষকদের স্বার্থে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই সভায় সভাপতিত্ব করেন তৎকালীন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও বর্তমান বিমান বাংলাদেশ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর জনপদের কৃষকদের দুঃখ-কষ্ট উপলব্ধি করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন প্রকল্পটি অনুমোদন করায় অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার ফেসবুক পেইজে স্ট্যাটার্স দেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। প্রকল্প বিবরণী সূত্রে জানা গেছে, দেশের কৃষি উন্নয়নে চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্সের আওতায় ডিপ্লোমা কৃষিবিদদের সংখ্যা বৃদ্ধি করা এবং কৃষিতে খামার যান্ত্রিকীকরণে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা।

[৫] ওই প্রকল্পে প্রশাসনিক কাম একাডেমিক ভবন নির্মাণ, কৃষক ডরমেটরি ভবন, কর্মকর্তাদের আবাসিক ভবন, কর্মচারীদের আবাসিক ভবন, অতিথি ভবন, অধ্যক্ষের বাসভবন, মসজিদ নির্মাণ, দুটি ছাত্রী নিবাস ও দুটি ছাত্রাবাস নির্মাণ করা হবে।

[৬] এছাড়াও ওই দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য ৭৩টি কম্পিউটার, ১৮টি ল্যাপটপ, ৩৭টি স্ক্যানার, ১০টি মাল্টিমিডিয়া ও ৮টি ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে বোর্ড ক্রয় করা হবে। এখানে ছাত্রাবাসে ২শ জন ও ছাত্রী নিবাসে ২শ জন ছাত্রী থাকার ব্যবস্থা থাকবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়