শিরোনাম
◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা  ◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:০২ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজছাত্রীকে আজকালের মধ্যেই উদ্ধার করা সম্ভব হবে

মাজহারুল ইসলাম: [২] আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র ওই তথ্য জানিয়ে বলছে, তিনজনই দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আত্মগোপন করেছে। সমকাল অনলাইন

[৩] তবে মঙ্গলবার পর্যন্ত দায়িত্বশীল কেউ এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ছাত্রীদের উদ্ধারে কাজ করছে র‌্যাব। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।

[৪] তদন্ত-সংশ্নিষ্ট সূত্র জানায়, তিন ছাত্রী স্বেচ্ছায় ঘর ছেড়েছে। যতদূর জানা যাচ্ছে, তারা স্বভাবে স্বাধীনচেতা। পরিবারের কাছে তাদের কোনো প্রত্যাশা নেই। নিজেদের মতো জীবন কাটাতে উৎসাহী তারা। তাদের তিনজনের মধ্যে একটি বিশেষ ধরনের সম্পর্ক রয়েছে। এ কারণেই তারা যতটুকু পেরেছে টাকা-গহনা নিয়ে বের হয়েছে। বাসা থেকে বের হওয়ার সময়ই তারা তাদের মোবাইল ফোন ধ্বংস ও সিমকার্ড পুড়িয়ে ফেলে। পরে তারা বেশভূষাও পাল্টে ফেলে। এ কারণেই তাদের খুঁজে পেতে সময় লেগে যায়। অবশেষে তাদের সম্ভাব্য অবস্থানের খোঁজ পেয়ে চালানো হচ্ছে অভিযান।

[৫] পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশের পাশাপাশি র‌্যাবসহ অন্যান্য সংস্থাও এ ব্যাপারে কাজ করছে। দ্রুতই ছাত্রীদের সন্ধান মিলবে।

[৬] পল্লবী-১১ নম্বর সেকশনের সি-ব্লকের বাসিন্দা তিন কলেজছাত্রী গত ৩০ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হয়। তখন তাদের পরনে ছিল কলেজের পোশাক। তারা তাদের সঙ্গে নেয় প্রচুর টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও স্কুলের সার্টিফিকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়