মাজহারুল ইসলাম: [২] আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র ওই তথ্য জানিয়ে বলছে, তিনজনই দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আত্মগোপন করেছে। সমকাল অনলাইন
[৩] তবে মঙ্গলবার পর্যন্ত দায়িত্বশীল কেউ এ ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ছাত্রীদের উদ্ধারে কাজ করছে র্যাব। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।
[৪] তদন্ত-সংশ্নিষ্ট সূত্র জানায়, তিন ছাত্রী স্বেচ্ছায় ঘর ছেড়েছে। যতদূর জানা যাচ্ছে, তারা স্বভাবে স্বাধীনচেতা। পরিবারের কাছে তাদের কোনো প্রত্যাশা নেই। নিজেদের মতো জীবন কাটাতে উৎসাহী তারা। তাদের তিনজনের মধ্যে একটি বিশেষ ধরনের সম্পর্ক রয়েছে। এ কারণেই তারা যতটুকু পেরেছে টাকা-গহনা নিয়ে বের হয়েছে। বাসা থেকে বের হওয়ার সময়ই তারা তাদের মোবাইল ফোন ধ্বংস ও সিমকার্ড পুড়িয়ে ফেলে। পরে তারা বেশভূষাও পাল্টে ফেলে। এ কারণেই তাদের খুঁজে পেতে সময় লেগে যায়। অবশেষে তাদের সম্ভাব্য অবস্থানের খোঁজ পেয়ে চালানো হচ্ছে অভিযান।
[৫] পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশের পাশাপাশি র্যাবসহ অন্যান্য সংস্থাও এ ব্যাপারে কাজ করছে। দ্রুতই ছাত্রীদের সন্ধান মিলবে।
[৬] পল্লবী-১১ নম্বর সেকশনের সি-ব্লকের বাসিন্দা তিন কলেজছাত্রী গত ৩০ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হয়। তখন তাদের পরনে ছিল কলেজের পোশাক। তারা তাদের সঙ্গে নেয় প্রচুর টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও স্কুলের সার্টিফিকেট।