শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৪১ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. এম আমির হোসেন: ঘাড়ব্যথা, পিঠব্যথা, কোমরব্যথা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ কারণে হয়

ডা. এম আমির হোসেন: [১] মাথাব্যথার প্রধান কারণই হলো দুশ্চিন্তাজনিত মাথাব্যথা, দ্বিতীয় কারণ মাইগ্রেন। তাই মাথাব্যথা হলেই মাথায় টিউমার হয়েছে ভেবে অযথা ভয় পাবেন না। কী কারণে মাথাব্যথা হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের শরণাপন্ন হোন। টিউমার হয়েছে ভেবে অযথা দুশ্চিন্তা করে দুশ্চিন্তাজনিত মাথাব্যথা বাড়িয়ে তুলবেন না।

[২] মাথা গরম-গরম লাগা, আগুনের ভাঁপ বের হওয়া, এগুলো মাসিক বন্ধ হওয়ার বয়সে মহিলাদের খুব কমন উপসর্গ। তাছাড়া উদ্বেগজনিত কারণে নারী-পুরুষ নির্বিশেষে সবারই এমন লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই তা বড় কোনো রোগের উপসর্গ নয়। চিকিৎসকের শরণাপন্ন হোন। সাধারণ কিছু ওষুধেই ভালো থাকবেন।

[৩] মাথা ঘুরানো, ঝিমঝিম করার অন্যতম প্রধান কারণ উদ্বেগ। উদ্বেগমুক্ত থাকতে পারলে তা এমনিতেই কমে আসে। তবে অন্যান্য কারণ আছে কিনা তা চিকিৎসককে দেখিয়ে নিশ্চিত হয়ে নিন। [৪] ঘাড়ব্যথা, পিঠব্যথা, কোমরব্যথা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ কারণে হয়। সাধারণ কিছু ওষুধ খেলে ও নিয়মকানুন মেনে চললে ভালো থাকা যায়। [৫] রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া গুগল, ওষুধের দোকানি, বিজ্ঞাপন, পত্রিকা কিংবা অনলাইন পরামর্শে ওষুধ গ্রহণ করবেন না। নিজের জীবন নিয়ে কোনো এক্সপেরিমেন্ট নয়। লেখক : চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়