হাবিবুর রহমান সোহেল: [২] বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে বান্দরবান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি ভূয়া ডেন্টাল ক্লিনিকে সিলগালা করা হয়।
[৩] মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য রাখা, নিম্নমানের খাবার তৈরি, অপরিষ্কার ও মূল্য তালিকাসহ বেশ কয়েকটি কারণে এ জরিমানা করা হয়।
[৪] সোমবার (০৪ অক্টোবর) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের পুরাতন বাস স্টেশন সংলগ্ন বেখারীতে অসাস্বাসস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ১০ হাজার টাকা, ধুংরী হেডম্যানপাড়াস্থ অঞ্জলী জুয়েলার্সকে ৫ হাজার টাকা, বাজারের হক স্টোরে ২ হাজার টাকাসহ ইসলাম ফার্মেসিতে ভূয়া ডাক্তার বসার অপরাধে এসব জরিমানা করা হয়।
[৫] অভিযানে নেতৃত্ব দেয়া বান্দরবান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অ: দা:) ইমরান হোসাইন জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ অধিদপ্তর সব সময়ই কাজ করে। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
[৬] অভিযানকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নাইক্ষ্যংছড়ি স্যানিটারি ইন্সপেক্টর কুমকুম বড়ুয়া।
[৭] এদিকে দীর্ঘদিন পর ভোক্তা অধিকারের এই অভিযান হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা জানান, নাইক্ষ্যংছড়িতে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কয়েকটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এতে ঠকছেন সাধারণ ক্রেতারা।