শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালিককে ছাপিয়ে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সফলতম অধিনায়ক সরফরাজ

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের প্রথম লেগ শেষে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিন্ধ। আর টুর্নামেন্টে এই চার জয়ে দারুণ এক গৌরব নিজের করে নিয়েছেন দলটির অধিনায়ক সরফরাজ আহমেদ।

[৩] টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফলতম অধিনায়ক এখন সরফরাজ আহমেদ। যেখানে এই কীর্তি নিজের করে নিতে তিনি পিছনে ফেলেছেন শোয়েব মালিককে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪০ ম্যাচে অধিনায়কত্ব করে সর্বোচ্চ ৮৬টি জয় পেয়েছেন সরফরাজ আহমেদ। যার বিপরীতে ৫৩টি ম্যাচ হেরেছেন পাকিস্তানের সাবেক এই কাপ্তান। শতকরা হিসেবে ৬১.৪% ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

[৪] অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান জাতীয় দলকে টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জেতানোর অনবদ্য রেকর্ডটিও সরফরাজ আহমেদের দখলেই।

[৫] অন্যদিকে এতদিন এই রেকর্ডের শীর্ষে থাকা শোয়েব মালিক এখন পর্যন্ত ১৩৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮৫টি জয় পেয়েছিলেন। যার বিপরীতে হেরেছিলেন ৪৪ ম্যাচ আর ২টি ম্যাচ হয়েছিলো টাই।

[৬] অবশ্য শতকরা জয়ের হিসেবে এই ফরম্যাটে পাকিস্তানি অধিনায়কদের মধ্যে সবচেয়ে এগিয়ে মোহাম্মদ হাফিজ। যেখানে ৭৪ ম্যাচে শতকরা ৬৪.৯% অর্থাৎ ৪৮ ম্যাচে জয় পেয়েছেন তিনি। এছাড়া হেরেছেন ২৫ ম্যাচে আর টাই হয়েছে ১টি টি-টোয়েন্টি। এই হিসেবেও দুইয়ে সেই শোয়েব মালিকই। তার অধীনে শতকরা ৬৩.৯% ম্যাচ জিতেছে তার দল।

[৭] টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানি অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ জয়:
১. সরফরাজ আহমেদ - ৮৬ জয় (১৪০ ম্যাচ)
২. শোয়েব মালিক - ৮৫ জয় (১৩৩ ম্যাচ)
৩. মিসবাহ-উল হক - ৬১ জয় (৯৯ ম্যাচ)
৪. মোহাম্মদ হাফিজ - ৪৮ জয় (৭৪ ম্যাচ)
৫. শহীদ আফ্রিদি - ৪৬ জয় (৮৭ ম্যাচ)

  • সর্বশেষ
  • জনপ্রিয়