শোয়েব সর্বনাম : সরকার বিদেশি টিভি চ্যানেল বন্ধ করে দিছে, এইটা একটা ভুয়া নিউজ। বাংলাদেশের আকাশ উন্মুক্ত, এইখানে সব দেশের সব ধরনের চ্যানেল চলবে পরিষ্কারভাবে এমন নির্দেশনা আছে। ফলে বিদেশি চ্যানেল বন্ধ করে দেয়া হইছে এই ধরনের কথাবার্তা যারা বলতেছেন, তারা নিউজ পড়তে জানেন না কিংবা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তের ইন্ডিয়ান ভার্সন প্রচার করতেছেন। এইটারে অফিসিয়ালি ইন্ডিয়ার দালালি বলা যাবে। কিছু সংবাদমাধ্যম দালালি করে এই রকম হেডলাইন করতেছে, ওদের বর্জন করুন। গভর্মেন্ট এপ্রিলেই সিদ্ধান্ত নেয় এই দেশে বিদেশি চ্যানেল ক্লিন ফিড চালাইতে হবে, যদিও এইটা বহু পুরানো আইন। অপারেটরদের নানান ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে অক্টোবর পর্যন্ত এই শর্ত শিথিল রাখা হয়। এই ছয়মাস সময় দেয়া হইছে ক্লিন ফিড করে চ্যানেলগুলা প্রচারের ব্যবস্থা নেওয়ার জন্য। বিদেশি চ্যানেলগুলা গভর্মেন্টের এই নির্দেশনা পাত্তা দেয় নাই। ফলে বিদেশি বিজ্ঞাপনযুক্ত চ্যানেলগুলা অক্টোবরে বন্ধ করা হয়।
পার্শ্ববর্তী দেশগুলা যেমন ভারত, পাকিস্তান, নেপাল শ্রীলঙ্কাতেও বিদেশি চ্যানেলগুলা শুধু ক্লিন ফিড অবস্থায় চলতে পারে। চ্যানেলগুলা সব দেশের আইন মানবে আর বাংলাদেশের বেলায় ঘাড়ত্যাড়ামির এতো সাহস পায় কই? এই দেশের কিছু দালাল শ্রেণির লোক এবং সংবাদমাধ্যম তাদের পক্ষে অবস্থান নেয় বলেই তারা এই সাহসটা পাইছে। এসব দালালদের বর্জন করুন। বিদেশি চ্যানেলগুলা ক্লিন ফিড করে যেকোনো মুহূর্ত থেকেই প্রচার শুরু করতে পারে কেউ বাধা দেবে না। দেরি করে কার্যকর করলেও সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ। না জেনেবুঝে নিউজের ইন্ডিয়ান ভার্সন প্রচার করবেন না।