কাজী হানিয়াম মারিয়া: যতোবার এই ছবিটা দেখছি, ততোবারই আমার চোখ ভিজে যাচ্ছে, আমার নিজের সৌভাগ্যকেই হিংসে হচ্ছে। ছবির মেয়েটি আজ ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছে। আমরা ছোটখাটো অপ্রাপ্তিতে হতাশায় ভুগতে থাকি যেখানে আমাদের দুটি সবল হাত-পা আছে।
কতো সহজে আমরা নিজেদের অপারগতা ভাগ্যের ওপর ছেড়ে দিই! আর মেয়েটি কী সুন্দর নিজের দুর্বলতাকে বুড়ো আঙুল দেখিয়ে, ভাগ্যকে উপহাস করে সামনে এগিয়ে যাবার চেষ্টা করছে। মাশা-আল্লাহ্। এই সাহস, আত্মবিশ্বাস আর পরিশ্রম যেন বৃথা না যায়। মহান আল্লাহপাক মেয়েটির সামনের পথ সোজা, সহজ করে দিন। তার আমলে বেহিসেবী নিয়ামত দিক। ফেসবুক থেকে