শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহ কালীগঞ্জে দিনদুপুরে বাসা বাড়িতে দুধর্ষ চুরি

ফিরোজ আহম্মেদ: [২] কালীগঞ্জে দিনের বেলাতেই বাসা বাড়ির তালা ভেঙ্গে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা বাড়ির আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

[৩] শনিবার দুপুরের আগে শহরের নলডাঙ্গা রোডের কলেজ পাড়াতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানাতে একটি চুরির অভিযোগ দিয়েছেন।

[৪] ভুক্তভোগী শহরের কলেজ পাড়ার বাসিন্দা শাহাবুদ্দিন হোসেন জানান, তার স্ত্রী সন্তানেরা শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার সকালে তিনি বাসায় তালা দিয়ে নলডাঙ্গা বাজারে তার ব্যবসা প্রতিষ্টান ফার্মেসিতে যান। পরে দুপুর ১ টার দিকে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন বাসার মুল গেটের দরজা ভাঙ্গা রয়েছে। এরপর রুমে ঢুকে দেখেন ষ্টিলের আলমারীর ড্রয়ার ভাঙ্গা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

[৫] চোরেরা তার ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। এসময় চোরেরা তাদের ব্যবহৃত দা ও হাসুয়া বাসার মধ্যেই ফেলে রেখে যায়।

[৬] তিনি আরো জানান, ওইদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা দুপুরের আগে যে কোন সময়ে তার বাড়ীতে হানা দেয়। এ ঘটনায় তিনি ওই রাতেই থানাতে একটি অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

[৭] এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, চুরির অভিযোগটি দেখে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়