মুশফিক ওয়াদুদ : অনেকেই ফেসবুকে ইনবক্সে যোগাযোগ করেন যে আমেরিকায় পড়তে আসতে চান, কীভাবে কী করবেন। মাঝে মাঝে জবাব দেওয়ার চেষ্টা করি কিন্তু সব সময় হয়ে ওঠে না। পিএইচডির পড়ালেখায় যেহেতু বেশ ভালো ব্যস্ততা থাকে, সবার সব প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন। সেজন্য যেসব প্রশ্ন প্রায়ই পেয়ে থাকি সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো ধারাবাহিকভাবে।
আজকের লেখাটি একেবারে শুরুর দিকের প্রস্তুতি নিয়ে। আমেরিকাতে পড়তে আসবেন এ সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম কাজ হওয়া উচিত ইংরেজির দক্ষতা নির্ণয়ের যেসব পরীক্ষা আছে সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া। আমেরিকায় পড়তে আসতে হলে দুটি টেস্টে ভালো স্কোর দরকার হয়Ñআইইএলটিস অথবা টোফেল এবং জিআরই অথবা জিম্যাট।
কোভিডের জন্য গত দুই বছর আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো জিআরই অথবা জিম্যাটের স্কোর চাচ্ছে না। আগামী বছর কী ধরনের সিদ্ধান্ত নেয় সে বিষয়ে খবর রাখতে পারেন। তবে আইইএলটিএস অথবা টোফেলের স্কোর সব সময়ই দরকার হয়। সুতরাং প্রথম কাজ হওয়া উচিত আইইএলটিএস অথবা টোফেলের কোনো কোর্সে ভর্তি হওয়া অথবা নীলক্ষেত থেকে এ সব পরীক্ষার বই কিনে প্রস্তুতি শুরু করা। এটা প্রথম কাজ। কারণ ইংরেজির মোটামুটি দক্ষতা ছাড়া ফান্ডিং পাওয়া বেশ কঠিন। আর ভর্তি প্রক্রিয়ায় স্কোর চেয়ে থাকে বিশ্ববিদ্যালয়গুলো। আইইএলটিএস অথবা টোফেলের প্রস্তুতি নিয়ে অন্য একটি লেখায় আলাপ করবো। ফেসবুক থেকে