আবুল বাশার: [২] ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
[৩] ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১ অক্টোবর) রাতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ভালুকা উপজেলার পনাশাইল এলাকা থেকে ৭ গ্রাম হেরোইনসহ উপজেলার মেদিলা গ্রামের মো. উবায়দুল্লাহ সরকারের ছেলে মাদককারবারী মো. ওয়াসিম সরকার (৩২) ও উপজেলার মেদিলা কান্দাপাড়া এলাকার মৃত নাসিম উদ্দিনের ছেলে মো. নাজমুল আলম (৩৮) কে গ্রেপ্তার করে।
[৪] ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনর্চাজ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদক বিরোধী অভিযানে ভালুকা উপজেলার পনাশাইল এলাকা থেকে এস আই মো. কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৭ গ্রাম হেরোইনসহ দু’জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।