সাকিবুল আলম: [২] বহুরূপী এ বিড়ালটি সোনালী আবরণের বাইরে আরো পাঁচটি রঙ ধারণ করতে পারে। মাঝারি আকৃতির এ বিড়ালগুলো এশীয় সোনালি বিড়াল নামে পরিচিত। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
[৩] সম্প্রতি সিলেট বিভাগে প্রথমবারের মতো ক্যামেরা ট্র্যাপ-জরিপে হবিগঞ্জ ও মৌলভিবাজার জেলার বনভূমিতে এশীয় সোনালি বিড়ালের উপস্থিতি ধরা পড়েছে।
[৪] বাংলাদেশের তরুণ প্রাণীবিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত নর্থইস্ট বাংলাদেশ কার্নিভোর কনজারভেশন ইনিশিয়েটিভ(এনবিসিসিআই) নামের একটি মাংসাশী প্রাণী গবেষণা গোষ্ঠী এই চাঞ্চল্যকর আবিষ্কারটি করেছে।
[৫] এশীয় সোনালি বিড়াল একটি মাঝারি আকারের বিড়াল। এদেরকে ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ চীনের উত্তর-পূর্বাঞ্চলের বনে দেখা যায়।