রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রে বয়োবৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ পেশাজীবীদের কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার পাশাপাশি দেশটিতে মৃত্যুর সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। রয়টার্স
[৩] গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে কোভিডে দুই হাজার মানুষ মারা গেছে। দেশটিতে গত জানুয়ারি মাসে কোভিডে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল।
[৪] সারাবিশ্বে কোভিডে যে মানুষ মারা যাচ্ছে তার শতকরা ১৪ ভাগ শুধু যুক্তরাষ্ট্রেই মারা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হচ্ছে সারাবিশ্বের শতকরা ১৯ ভাগ মানুষ।
[৫] রয়টার্সের হিসাব মতে সারাবিশ্বে কোভিড মহামারীতে মৃত্যুর সংখ্যা ৫০ লাখে পৌঁছাতে যাচ্ছে।