শিরোনাম
◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনমুন শারমিন শামস: এখনও বউ ফিরা পাইতে মাইক নিয়া আহŸান জানাইতেসে, কতো বড় বেকুব!

মুনমুন শারমিন শামস: সমাজ ক্যামনে একটা মানুষরে মানুষ না বানায়া আস্ত একটা ব্যাডা বানায়ে রাখে তার জলজ্যান্ত উদাহরণ এই তামিমার স্বামী লোকটা। সমাজ এই লোকডারে পুরুষ বানাইসে, যে পুরুষ নারীর দখল নিয়া অন্য পুরুষের সঙ্গে কাইজ্জা করারে পুরুষত্ব ভাবে।‘অবশ্য পুরুষত্ব তাই-ই পিতৃতন্ত্রের সংজ্ঞায়।’ মান্ধাত্তা আমলে পুরুষ ডুয়েল লড়তো, নারীর দখল নিয়াও লড়তো। মানে কত্ত বড় ছাগলা হয়া যায়, ভাবেন। তার মাথায় এখন প্রেম-ভালোবাসা সংসার এসব কিচ্ছু নেই। তার মাথায় খালি পুরুষের ইজ্জত। এক ব্যাডা তার বউরে ভাগায়া নিয়া গেসে, সেই ব্যাডার কাছে তার পরাজয় হইসে। মানে আরকি তার বউ নিজের ইচ্ছায় চইলা গেসে, ওইটা কোনো ব্যাপারই না তার কাছে। এখনও বউ ফিরা পাইতে মাইক নিয়া আহন জানাইতেসে।

কতো বড় বেকুব! বউটার কারে ভালো লাগে না লাগে, বউয়ের তারে সহ্য হয় নাকি হয় না, সেসব কোনো ম্যাটারই করতেসে না এই লোকের কাছে। তিনি বউয়ের দখল নেয়ার জন্য মরিয়া, খাড়া। মানে বউ একটা গাড়ি কি বাড়ি কি জমি টাইপ কিসু। অন্য ব্যাডায় দখল নিসে, সেই দখল ছুটায়ে ফের পাল্টা দখল বুইঝা নিতে চান। দাম্পত্য সম্পর্ক, ভালোবাসা, প্রেম কিছুই গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হইল দখল। বুঝেন, পুরুষতন্ত্র পুরুষের কী রকম হাল কইরা ছাড়ে। তারা বুঝেই না,কতোবড় ছাগলা হইলে এইসব দখলদারির সুযোগ সুবিধা নিয়া প্রেমহীন শাসক হয়া আস্ত জীবন কাটায় দেয় তারা। আর ভাবে, খুব মজা লাগতেসে। এই মজাও যে আসলে মজা না, সেই ঘিলুটাও তৈরি হয় না। আহা পুরুষ,গভীর সমবেদনা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়