জামাল হোসেন: [২] চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে শুক্রবার বিকালে গোয়ালপাড়া বাজার থেকে ১কেজি গাঁজাসহ মাদককারবারী রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
[৩] মাদককারবারী মিজানুর রহমান রুবেল (২০) জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া মাঠপাড়া গ্রামের মৃত আব্দুল বাড়ির ছেলে।
[৪] থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, জীবননগর থানার ওসি অপারেশন সুখেন্দু বসুর নেতৃত্বে এসআই ভবতোষ রায়, এএসআই ইমামুল ইসলাম ও এএসআই মল্লিক শরিফ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৪টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া রাখি প্রি কেডেট স্কুলের সামনে রাস্তা থেকে ১ কেজি গাঁজাসহ মাদককারবারী রুবেলকে গ্রেপ্তার করেন পুলিশ।
[৫] জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যপারে জীবননগর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।