মাকসুদ রহমান:[২] শুক্রবার আসতে পারে জাপানের রাজকন্যা মাকোর বিয়ের ঘোষণা। বিয়েটি নিয়ে জনগণের মতামত জানতে একটি ভোটাভুটির আয়োজন করে জাপানের দৈনিক মাইনিচি নামক একটি পত্রিকা। রয়টার্স
[৩] এত দেখা যায়, কেই কোমুরোর সঙ্গে মাকোর বিয়ের সমর্থনে ৩৮ শতাংশ, বিয়ের বিপক্ষে ৩৫ শতাংশ ভোট পড়েছে। ২৬ শতাংশ ছিলেন নিরপেক্ষ। জানা যায়, কোমুরোর প্রথম বাগদত্তার সঙ্গে বিয়ে ভেঙ্গে যাওয়া নিয়েই সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়। বিয়ে নিয়ে সাধারণ মানুষের বিভক্তিতে অসন্তোষ প্রকাশ করেছেন কোমুরো। মাকো আর কোমুরো স্কুল জীবনে সহপাঠী ছিলেন। কোমুরো যুক্তরাষ্ট্রের ফোর্ডহাম বিশ্ববিদ্যায় থেকে আইনের ওপর স্নাতক করার পাশাপাশি জুরি ডক্টর ডিগ্রিও অর্জন করেছেন। সম্পাদনা: সাকিবুল আলম