রাশিদুল ইসলাম : [২] ২ লাখ ২০ হাজার পাউন্ড দামের বেন্টলি গাড়ি নিয়ে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গাড়ির চালক তেল না পেয়ে পাম্প থেকে ফিরে গেলেন। ব্রিটেন ও ইউরোপ জুড়ে যে জালানি সংকট চলছে তাতে রোনাল্ডোকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। দি সান
[৩] ম্যানচেষ্টার ইউনাইটেডের তারকা ফুটবলার রোনাল্ডোর নিরাপত্তা রক্ষীরাও রেঞ্জ রোভার গাড়ি নিয়ে তার বেন্টলি গাড়ির আশে পাশে অবস্থান করছিলেন। তাদের কপালেও পেট্রোল জোটেনি।
[৪] দুপুর ২টা ২০ মিনিটে রোনাল্ডোর চালক পেট্রোল পাম্পটিতে ঢোকেন, ৬ ঘন্টা ৪০ মিনিট টানা অপেক্ষার পর বিফল মনোরথে বাড়ি ফিরে যান।