শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছিটকে গেলেন অর্জুন টেন্ডুলকার, মুম্বাই ইন্ডিয়ান্স দলে জায়গা পেয়েছে সিমরজিৎ সিং

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলে অভিষেকের আগেই ছিটকে গেলেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার। মুম্বাইয়ের জার্সিতে মাঠে নামার অপেক্ষা আরও বেড়ে গেল অর্জুনের। তাঁর বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছে সিমরজিৎ সিংকে। ইতোমধ্যে কোয়ারান্টাইন পর্ব কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই ডানহাতি পেসার।

[৩] মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্জাইজি এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, চোট পেয়ে ছিটকে যাওয়া অর্জুন টেন্ডুলকারের বদলি হিসেবে ২৩ বছর বয়সী ডানহাতি পেসার সিমরজিৎ সিংকে চলতি আইপিএলের শেষাংশের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে টেনেছে। আইপিএলের কোভিড-১৯ গাইডলাইন মেনেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সিমরজিৎ।

[৪] কিন্তু কি পর্যায়ের চোট পেয়ে অর্জুন টেন্ডুলকার ছিটকে গেলেন পুরো মৌসুম থেকে, তা এখনও নিশ্চিতভাবে জানায়নি মুম্বাই ফ্র্যাঞ্জাইজি।

[৫] নেট বোলার হিসেবে দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন অর্জুন টেন্ডুলকার। এবার নিলাম থেকে ২০ লক্ষ ভারতীয় রূপি খরচ করে অর্জুনকে দলে নেয় মুম্বাই। এরপর থেকেই অর্জুন অপেক্ষায় ছিলেন মুম্বাইয়ের জার্সিতে আইপিএল অভিষেকের। কিন্তু চোটে পড়ে স্বপ্নভঙ্গ জুনিয়র টেন্ডুলকারের।

[৬] মুম্বাই স্কোয়াডের নতুন সদস্য সিমরজিৎ সিং এখন পর্যন্ত দিল্লির হয়ে ১০টি ফার্স্ট ক্লাস, ১৯টি লিস্ট-এ ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাটে উইকেট নিয়েছেন যথাক্রমে ৩৭, ১৯ ও ১৮টি।

[৭] অক্টোবরের ২ তারিখ শারজাতে মুম্বাইয়ের পরের ম্যাচে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্লে অফে উঠতে হলে মুম্বাইয়ের বাকি সব ম্যাচ জিততে হবে। ১১ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে মুম্বাইয়ের অবস্থান। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়