শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছিটকে গেলেন অর্জুন টেন্ডুলকার, মুম্বাই ইন্ডিয়ান্স দলে জায়গা পেয়েছে সিমরজিৎ সিং

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলে অভিষেকের আগেই ছিটকে গেলেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার। মুম্বাইয়ের জার্সিতে মাঠে নামার অপেক্ষা আরও বেড়ে গেল অর্জুনের। তাঁর বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছে সিমরজিৎ সিংকে। ইতোমধ্যে কোয়ারান্টাইন পর্ব কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই ডানহাতি পেসার।

[৩] মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্জাইজি এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, চোট পেয়ে ছিটকে যাওয়া অর্জুন টেন্ডুলকারের বদলি হিসেবে ২৩ বছর বয়সী ডানহাতি পেসার সিমরজিৎ সিংকে চলতি আইপিএলের শেষাংশের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে টেনেছে। আইপিএলের কোভিড-১৯ গাইডলাইন মেনেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সিমরজিৎ।

[৪] কিন্তু কি পর্যায়ের চোট পেয়ে অর্জুন টেন্ডুলকার ছিটকে গেলেন পুরো মৌসুম থেকে, তা এখনও নিশ্চিতভাবে জানায়নি মুম্বাই ফ্র্যাঞ্জাইজি।

[৫] নেট বোলার হিসেবে দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন অর্জুন টেন্ডুলকার। এবার নিলাম থেকে ২০ লক্ষ ভারতীয় রূপি খরচ করে অর্জুনকে দলে নেয় মুম্বাই। এরপর থেকেই অর্জুন অপেক্ষায় ছিলেন মুম্বাইয়ের জার্সিতে আইপিএল অভিষেকের। কিন্তু চোটে পড়ে স্বপ্নভঙ্গ জুনিয়র টেন্ডুলকারের।

[৬] মুম্বাই স্কোয়াডের নতুন সদস্য সিমরজিৎ সিং এখন পর্যন্ত দিল্লির হয়ে ১০টি ফার্স্ট ক্লাস, ১৯টি লিস্ট-এ ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাটে উইকেট নিয়েছেন যথাক্রমে ৩৭, ১৯ ও ১৮টি।

[৭] অক্টোবরের ২ তারিখ শারজাতে মুম্বাইয়ের পরের ম্যাচে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্লে অফে উঠতে হলে মুম্বাইয়ের বাকি সব ম্যাচ জিততে হবে। ১১ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে মুম্বাইয়ের অবস্থান। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়