শাহাজাদা এমরান: [২] র্যাব কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী বিশ^রোড এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বৃহস্পতিবার দুপুরে এ কথা নিশ্চিত করেছেন।
[৩] র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায়বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন পর্যায়ের মাদক, মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোঃ হারুনুর রশিদ (২৮), পিতা- মোঃ গিয়াস উদ্দিন, সাং- জসিলদা, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ ও মোঃ মাসুদ মোল্লা (৩৮), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- হরিদাস পাড়া, থানা- মতলব দক্ষিন, জেলা- চাঁদপুর।
[৪] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।