জান্নাতুল নাঈম প্রীতি: আমার মা তাঁর কন্যার নাম রেখেছিলেন বিপ্লবী প্রীতিলতার নামে। তাঁর স্বপ্ন ছিলো সেই মেয়েটাকে দেখার যে খুব অসময়েও সত্য বলতে পারে, সাহস করতে পারে একা লড়াইয়ের। জীবনে কখনো কিছুতে বাধা পাইনি তাঁর কাছে, কখনো তিনি বলেননি মাথা নিচু করতে। কখনো অন্যায়ের কাছে মাথা নিচু করতে বলেননি। বরং যতোবার তাঁকে জিজ্ঞেস করা হয়েছে- আপনার মেয়ের কোন গুণটা আপনার সবচেয়ে প্রিয়? তিনি হেসে বলেছেন- আমার মেয়ে কখনো মিথ্যা বলে না।
কিন্তু আজকাল মাঝেমধ্যে মনে হয়- কেবল আমিই নাকি তিনিই আমার কন্যা? দুইদিন আগে তিনটা শাড়ি পেয়ে অভিভূত হয়ে কপট রাগ দেখিয়ে তিনি বললেন- এতোগুলো শাড়ি কিনেছ কেন, এতো টাকা খরচ করার কি দরকার? আমি বলতে পারলাম না- আমিতো শাড়ি কিনিনি, আমি তোমার আনন্দটুকু কেনার সামান্য চেষ্টা করেছি। শুভ কন্যা দিবস আম্মু। তোমার মতো মা যার আছে, সেই কন্যার জীবনে আর কিছুরই অভাব নেই। এই তথ্য কি জানো? পৃথিবীতে অসংখ্য মা আছে কিন্তু না হয়ে উঠতে পারা মা খুব কম আছে। সে মায়েদের একজনকে মা হিসেবে পাওয়ার আনন্দ কি তোমাকে কখনো বোঝাতে পারবো? ফেসবুক থেকে