শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৫ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদর ও আসিফের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: বুবলী

নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন। এরপর বেশ কিছু সিনেমা তার মুক্তি পায় শাকিব খানের সঙ্গে জুটি হয়ে। সেগুলোর বেশিরভাগই দেখেছে সাফল্যের মুখ। জাগো নিউজ ২৪

নায়িকা এখন ব্যস্ত শাকিব খান বলয়ের বাইরে গিয়ে নিজেকে প্রমাণের চেষ্টায়। যার প্রথম পরীক্ষা দিতে যাচ্ছেন নিরব ও রোশানের বিপরীতে ‘চোখ’ সিনেমা দিয়ে। আগামী ১ অক্টোবর এটি হলে মুক্তি পেতে যাচ্ছে।

এদিকে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ নামের একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি নায়ক নিরবের বিপরীতে। বর্তমানে কাজ করছেন একই পরিচালকের ‘তালাশ’ সিনেমায়। এখানে বুবলীর নায়ক আজাদ আদর ও আসিফ আহসান খান।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এফডিসিতে গিয়ে দেখা গেল দুই নায়ক নিয়ে শুটিংয়ে ব্যস্ত বুবলী। পরিচালক জানান, গতকালের শুটিং দিয়েই সিনেমাটির দৃশ্যায়ণের কাজ শেষ হবে। বাকি কাজ সেরে আসছে নভেম্বরের মাঝামাঝিতে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান ‘তালাশ’।

এ সিনেমা নিয়ে বুবলী বলেন, ‘খুব চমৎকার একটি গল্পে সিনেমাটি তৈরি করছেন সৈকত নাসির। এটা উনার সঙ্গে আমার দ্বিতীয় কাজ। তিনি বেশ গুছিয়ে কাজ করেন। তার টিম খুবই চৌকষ। খুব ভালো অভিজ্ঞতা নিয়েই ‘তালাশ’ সিনেমার কাজ শেষ করছি।’

দুই নতুন নায়কের বিপরীতে কাজের অভিজ্ঞতা জানিয়ে বুবলী বলেন, ‘আদর ও আসিফ খুব মেধাবী। বেশ স্মার্ট তারা। নতুনদের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বাট অভিজ্ঞতা খুবই ভালো। সিনেমায় তারা নিয়মিত হলে ভালো করবে বলে আমার মনে হয়।’

এদিকে শুটিং সেটে সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে বুবলী বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই আমার। যদি কোনো কাজের অফার পাই এবং সেটি মনের মতো হয় তাহলে অবশ্যই কাজ করব। আমরা প্রথমত শিল্পী। একসঙ্গে কাজ করাটাই আমার পেশা। ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়