নুরনবী সরকার: [২] লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা নিতে আসা জনগণের মাঝে স্থানীয় বে-সরকারি বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের চিকিৎসার লি ফলেট দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
[৩] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের বে-সরকারি প্রতিষ্ঠান বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের ৪ জন কর্মী ডায়াবেটিস পরিক্ষার নামে ওই প্রতিষ্ঠানের লিফলেট হাতে ধরিয়ে দিচ্ছে।
[৪] বে-সরকারি হাসপাতালের লিফলেট হাতে নিয়ে একাধিক নারী-পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হচ্ছে। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা কয়েজন নারী-পুরুষ জানান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কয়েকজন নারী বে-সরকারি বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের লিফলেট হাতে দিচ্ছে- যাতে লেখা রয়েছে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের সু-চিকিৎসা করা হয়।
[৫] গর্ভবতী মহিলাদের চিকিৎসা, কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, রক্তের বিভিন্ন পরীক্ষা, ইসিজি, অভিজ্ঞ চিকিৎসক দ্বারা আলট্রাসনোগ্রাম পরীক্ষা, মহিলা ও শিশু রোগের চিকিৎসা, স্তন ও জরায়ুর ক্যানসার ও সুলভ মুল্যে উন্নত মানের হাইজনিক কিট ও নবজাতকের কর্ড ক্লাম্প প্রভৃতি উল্লেখ করা। বিভিন্ন রোগের চিকিৎসার জন্য বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালে যেতে বলেন। এতে সরকারি স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা ইতস্ত বোধ করেন।
[৬] এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা জোংড়া ইউনিয়নের বাসিন্দা লিমন হোসেন ও বাউরা ইউনিয়নের বাসিন্দা রুবেল রানা বলেন, আমরা চিকিৎসা সেবা নিতে আসলে হাসপাতালের ভিতরে যাই। এ সময় একটি লিফলেট দেন। তাতে বিভিন্ন চিকিৎসাসেবা নিতে বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালে যেতে বলেন।
[৬] বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের পরিচালক রোটারিয়ান ডা. ফয়জা এলা কামালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। মোবাইল ফোনে কল দিলে কেটে দেন। বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের সভাপতি ফয়সাল বেলায়েত হোসেন লিফলেট বিতরণের বিষয়টি অস্বীকার করেন।
[৭] পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম সাইফুল ইসলাম বলেন, তাঁরা (বাউরা ডলি বেলায়েত হাসপাতালের কর্তৃপক্ষ) কিছু লোকের ব্লাড সুগার পরীক্ষা করতে চায়। হাসপাতালে বিভিন্ন বে -সরকারী প্রতিষ্ঠান প্রোগ্রাম করে থাকে। রোটারী যেহেতু একটি প্রাইভেট এনজিও এজন্য অনুমতি দেওয়া হয়। ওনাদের লিফলেট দেওয়ার কথা ছিলনা। বিষয়টি খোজ নেয়া হচ্ছে।
[৮] পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান বলেন, এটি খুবই দুঃখজনক। সরকারি হাসপাতালে সরকার জনসাধারণের যে ধরণের সেবা দেওয়ার কথা সেটা যদি দালাল চক্রের মাধ্যমে সরকারি হাসপাতালে না দিয়ে যদি ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য বা বে-সরকারি ক্লিনিক, ডায়াগনোস্টিক প্রেরণ করা হয় এটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলব। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে এদিন এ ধরণের কার্যক্রম আমার নজরে নেই। বিষয়টি খোজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।