শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৩ অক্টোবর রাতে ওমানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল

মাহিন সরকার : [২] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের ভ্রমণ সূচি। ওমানে প্রস্তুতি ক্যাম্প হবে বলে বেশ কিছুদিন আগেই দেশ ছাড়বে টাইগাররা। ৩ অক্টোবর রাতে ওমানের বিমানে চড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে দুবাইয়ে গিয়ে।

[৩] ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাই পর্ব। এই পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানে। বাংলাদেশকেও মূল পর্বে খেলতে টপকাতে হবে বাছাই পর্ব। আর সে লক্ষ্যে আগেই কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে চায় টাইগার শিবির।

[৪] ৩ অক্টোবর দেশ ছাড়লেও আনুষ্ঠানিকতা শুরু হবে ১ অক্টোবর থেকে। স্পন্সর প্রতিষ্ঠানের সাথে ভিডিও শ্যুটে অংশ নিবে রিয়াদ-মুশফিকরা। পরদিন নিজ নিজ বাসায় হবে কোভিড পরীক্ষা। নেগেটিভ প্রমাণিত হয়ে ৩ অক্টোবর রাত ১০ টা ৪৫ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড।

[৫] ৪ অক্টোবর ওমানের রাজধানী মাসকাটে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন শেষে ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ৯ অক্টোবর রওয়ানা দিবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। ১০ অক্টোবর কোয়ারেন্টাইন শেষে ১১ অক্টোবর অনুশীলন।

[৬] ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ। পরদিন অনুশীলন, এরপর ১৪ অক্টোবর দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। দুইটি ম্যাচই মাঠে গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।

[৭] ওয়ার্ম আপ ম্যাচ দুইটি খেলেই ১৫ অক্টোবর ওমানের উদ্দেশে আবারও ছুটতে হবে টাইগারদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যে বাছাই পর্বের শুরু। বাছাই পর্বের বাকি দুই ম্যাচ ১৯ অক্টোবর বিপক্ষ ওমান ও ২১ অক্টোবর বিপক্ষ পাপুয়া নিউগিনি।

[৮] বাছাই পর্ব টপকাতে পারলে ২২ অক্টোবর মূল পর্ব খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়